প্রতিবেদন : আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের দুটি কিডনিই অচল। কিডনি বদলাতে তাঁর সিঙ্গাপুরে যাওয়ার কথা। লালুর ছোট মেয়ে রোহিণী সিঙ্গাপুরের বাসিন্দা। রোহিণীই সেখানে বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্টের যাবতীয় ব্যবস্থা করেছেন। কিন্তু সিঙ্গাপুর যাওয়ার ক্ষেত্রে লালুর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর পাসপোর্ট। কারণ পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালুপ্রসাদের পাসপোর্ট বহুদিন হল সিবিআইয়ের কাছে রয়েছে।
আরও পড়ুন-বিশ্বকর্মার বরপুত্রীরা
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আদালতের অনুমতি ছাড়া তারা পাসপোর্ট ফেরাতে পারে না। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপেই লালুর পাসপোর্ট সংক্রান্ত সমস্যা মিটতে চলছে। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালত তদন্তকারী সংস্থা সিবিআইকে বলেছে, লালুপ্রসাদের পাসপোর্ট ফিরিয়ে দিতে। এদিন শুনানির সময় লালুর আইনজীবী সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। তাতেই কোর্টের এই সিদ্ধান্ত৷