লতা মঙ্গেশকরের নামে উদ্যান, পরিকল্পনা পৌরমাতা কাকলি সেনের

Must read

লতাজি লহ প্রণাম। সুরসম্রাজ্ঞী ভারতরত্ন সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে গোটা দেশ আজ শোকস্তব্ধ। কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডা. কাকলি সেন। তাঁর উদ্যোগে এদিন সদ্য প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে দমদম বিবেকানন্দ মূর্তি থেকে বিটি রোড চিরিয়ামোড় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত একটি মৌন ও মোমবাতি মিছিল বের হয়। যেখানে অংশ নিয়েছিলেন ২ নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দ।

আরও পড়ুন – সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা 

মিছিল শেষে ডা. কাকলি সেন বলেন, “আজ আমাদের সকলের গলা বন্ধ হয়ে আসছে। সমগ্র ভারতবর্ষে আক্ষরিক অর্থেই আজ সরস্বতীর বিসর্জন হয়েছে। আজ আমরা সকলেই সকলে শোকস্তব্ধ। গান সুর হারিয়ে গেছে। লতা মঙ্গেশকরের শরীর ছেড়ে আত্মাটা চলে গেলেও, তাঁর উপস্থিতি কিন্তু আমরা সকলেই সব জায়গায় অনুভব করছি। যতদিন বাঁচব, ওনার গান ছাড়া থাকতে পারবো না।”

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে একটি উদ্যান কিংবদন্তি সঙ্গীত শিল্পীর নামে উৎসর্গ করার পরিকল্পনা করেছেন ডা. কাকলি সেন। এবং তিনি মেয়র ফিরহাদ হাকিমের কাছে সেই প্রস্তাব রাখবেন বলেও জানিয়েছেন।

Latest article