একগুচ্ছ পরিকল্পনা নিয়ে প্রচারে নামল তৃণমূল, উন্নয়নেই হবে লক্ষ্যভেদ

Must read

অনুপম সাহা, তুফানগঞ্জ : আসন্ন পুরসভা নির্বাচন। উন্নয়নের খতিয়ান তুলে ধরে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিপুল সুযোগ-সুবিধা পেয়ে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) জনসংযোগেই দিয়েছে জয়ের ইঙ্গিত। তুফানগঞ্জ পুরসভা নির্বাচনের প্রার্থী-তালিকা ঘোষণা করেছেন জেলা সভাপতি।

তুফানগঞ্জ পুরসভার ওয়ার্ডভিত্তিক তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী-তালিকা : ০১) গৌতম সরকার, ০২) সুধাংশু সাহা, ০৩) বিনোদবিহারী বর্মন, ০৪) সংরীতা সাহা, ০৫) অম্লান বর্মা, ০৬) অনন্তকুমার বর্মা, ০৭) প্রতিভা বর্মন, ০৮) অনিমেষ তালুকদার, ০৯) কৃষ্ণা ইশোর, ১০) তনু সেন, ১১) ইন্দ্রজিৎ ধর, ১২) সুনন্দা সাহা।

আরও পড়ুন – Mamata Bandyopadhyay: লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে আগামিকাল, সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

প্রার্থী-তালিকা ঘোষণা হওয়ার পরই ১২টি ওয়ার্ডে শুরু হয়েছে জোরকদমে প্রচার ও জনসংযোগ। এ বিষয়ে তুফানগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইন্দ্রজিৎ ধর বলেন, ‘‘গত শুক্রবার তুফানগঞ্জ পুরসভার ১২টি ওয়ার্ডে প্রার্থী-তালিকা ঘোষণা হয়েছে। এবারের নির্বাচনে তুফানগঞ্জ পুরসভার সব ক’টি ওয়ার্ডেই জোড়া ফুলের পতাকা উড়বে। ১২-তে ১২ হবে এবং বিরোধীরা শূন্য হবে। ইতিমধ্যে আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। ফেস্টুন, ব্যানার লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তুফানগঞ্জ পুরসভার মানুষ উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে।” পাশাপাশি প্রচারের মধ্যে দিয়েই ২০১৫ সাল থেকে তুফানগঞ্জের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন প্রার্থী।

প্রসঙ্গত, তুফানগঞ্জ একটা সময় বামেদের গড় নামে পরিচিত হলেও কোনওরকম উন্নয়ন যে তারা করেনি তা সাধারণ মানুষ পরিষ্কার জানিয়েছেন। উন্নয়ন এসেছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। জলের রিজার্ভার, বাজার সংস্কার, ডাম্পিং গ্রাউন্ড, রবীন্দ্র ভবনের কাজ, কংক্রিটের নিকাশি নালা— সমস্তই করেছে তৃণমূল কংগ্রেস। পরিষেবা পেয়ে খুশি ওয়ার্ডের বাসিন্দারাও। তাই তৃণমূল কংগ্রেসের জয় যে কেবল সময়ের অপেক্ষা তা প্রচারে মিলছে স্পষ্ট ইঙ্গিত।

Latest article