আবারও পুরোদমে পঞ্চায়েতের প্রচারে (Panchayat election) নেত্রী। আগামীকাল সোমবার বীরভূমে প্রচার সভা আছে তার। তবে এবার শরীরের দিকে খেয়াল রেখেই কালীঘাট থেকেই সেই সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই কলকাতা থেকে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বীরভূম পাঠিয়েছেন নেত্রী । বেলা ২ টোই সভা হতে চলেছে।
আরও পড়ুন-১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণ, কাঠগড়ায় দিল্লি
প্রসঙ্গত প্রচারে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। ওই এয়ারবেসে আগে থেকে হেলিকপ্টার নামার জন্য প্রস্তুতি ছিল না। নামার সময় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি থেকে হেলিকপ্টারের উচ্চতা ছিল তিন থেকে চার ফুট। লাফিয়ে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের পুরনো চোটের জায়গাতে আবার আঘাত পেয়েছেন তিনি বলেই মনে করা হচ্ছে। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে। কিন্তু সামনেই পঞ্চায়েত ভোট। এই অবস্থায় প্রচার বন্ধ রাখা অসম্ভব। তাই একটু সুস্থ হতেই ভার্চুয়ালি বক্তব্য রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-ধসের জেরে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ জাতীয় সড়ক
উল্লেখ্য কলকাতা পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। হুইল চেয়ার বা অ্যাম্বুলেন্স নিতে রাজি হননি তিনি। যন্ত্রণার চিহ্ন যদিও মুখে ছিল স্পষ্ট। হাসপাতালে এমআরআই, সিটি স্ক্যান থেকে এক্স-রে সমস্ত ধরনের টেস্ট করে দেখা গিয়েছে বাঁ পায়ের হাঁটু ও হিপ জয়েন্টের লিগামেন্টে বড় চোট পেয়েছেন তিনি ।