লোক জোগাড়ে ফর্ম বিলি নাটক

আবাস যোজনার ফর্ম নেওয়া বা জমা দেওয়া সবটাই রাজ্য সরকারের দায়িত্ব। কোনও রাজনৈতিক দলের নয়। তা জেনেও কেন করলেন এই বেআইনি কাজ

Must read

প্রতিবেদন : লোক হচ্ছে না সভায়। ট্রাক-বাস পাঠিয়েও ফিরছে খালি হাতে। আশপাশে শুধু কিছু পেটোয়া লোকের ভিড়। জনসভা তো দূরে থাক, পথসভা করতেও ভয় পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই শুক্রবার গাজোলে গিয়ে লোক টানতে নতুন নাটক করে ফেললেন অধিকারী ব্রাদার্সের মেজ ভাই। সেখানে আবাস যোজনার ফর্ম জমা নেওয়া হবে বলে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে টেনে আনার চেষ্টা করলেন। রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ্যে দাঁড়িয়ে বেআইনি কাজ করছেন।

আরও পড়ুন-কেন্দ্রকে দুষে চায়ের দোকান বিটেক পাশের

আবাস যোজনার ফর্ম নেওয়া বা জমা দেওয়া সবটাই রাজ্য সরকারের দায়িত্ব। কোনও রাজনৈতিক দলের নয়। তা জেনেও কেন করলেন এই বেআইনি কাজ? তৃণমূল কংগ্রেস কটাক্ষের সুর চড়িয়ে বলল, সভায় লোক হয় না। লোক টানতে কখনও কম্বল বিলি করছে। কখনও আবাস যোজনার ফর্ম। দলবদলুর যদি এতটুকু নৈতিকতা থাকত তাহলে আসানসোলে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর ঘটনাস্থলে যেতেন তিনি। সেদিনের ঘটনা ঘটিয়ে নির্লজ্জের মতো এলাকায় ফিরে যাননি বিরোধী দলনেতা। এদিনও যদি সেই ঘটনার পুনরাবৃত্তি হত তাহলে কে দায়িত্ব নিত? এখানেই তো শেষ নয়, গাজোলে সভা শেষ হতেই গোষ্ঠীকোন্দলে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপি। ইস্তফা দিলেন উত্তর মালদার জেলা সম্পাদক সৌমিত্র রায়। আসলে বিজেপি ভেবেছিল আবাস যোজনা নিয়ে রাজ্যকে বিপাকে ফেলবে। কিন্তু রেকর্ড তৈরি করে সব চক্রান্ত ভেঙে দিয়েছে রাজ্য সরকার।

Latest article