অপরাজিত থেকেই লিগ চ্যাম্পিয়ন মহামেডান

এদিন মাঠে বসে রিজার্ভ দলের ফুটবলারদের খেলা দেখেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। জেসিনের চোটে উদ্বেগ বাড়ল লাল-হলুদে।

Must read

প্রতিবেদন : খেতাব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল মহামেডানের। নিয়মরক্ষার মিনি ডার্বি নেহাতই মর্যাদার লড়াই হয়ে উঠেছিল ইস্টবেঙ্গলের কাছে। দু’বছর পর কলকাতা লিগের মিনি ডার্বি শেষ হল অমীমাংসিতভাবে। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে মহামেডান-ইস্টবেঙ্গল ম্যাচ ১-১ গোলে ড্র হল। অপরাজিত থেকে কলকাতা লিগে চ্যাম্পিয়ন মহামেডান।

আরও পড়ুন-সহকারী অধ্যাপক নিয়োগ, শূন্যপদের তালিকা চাইল কমিশন

এই নিয়ে পরপর দু’বার। মার্কাস যোশেফ, ওসমানেদের বিরুদ্ধে অবশ্য ভাল লড়াই করে বিদেশিহীন লাল-হলুদ। খেলার ৩৪ মিনিটে বিবেক সিংয়ের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। জেসিনের পাস থেকে গোল করেন তিনি। এর পর হাঁটুতে গুরুতর চোট পেয়ে জেসিন মাঠ ছাড়তেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় মহামেডান। খেলার শেষ লগ্নে পরিবর্ত হিসেবে নামা ফজলুর রহমানের গোলে খেলায় সমতা ফেরায় মহামেডান।

আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স লিগে আজ মেসিদের সামনে জুভেন্টাস

এদিন মাঠে বসে রিজার্ভ দলের ফুটবলারদের খেলা দেখেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। জেসিনের চোটে উদ্বেগ বাড়ল লাল-হলুদে। মহামেডান ফুটবলাররা অবশ্য মাঠেই দর্শক সমর্থকদের সামনে পরপর দু’বার লিগ জয়ের সেলিব্রেশন করল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস লিগ চ্যাম্পিয়নের ট্রফি তুলে দিলেন মহামেডান ফুটবলারদের হাতে।

Latest article