Partha Chatterjee: বিধানসভায় আসুন শিখুন কাজ : পার্থ

বুধবার শেষ হল বিধানসভার শীতকালীন অধিবেশন।

Must read

প্রতিবেদন : বিধানসভার শীতকালীন অধিবেশনে বিধায়কদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার শেষ হল বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে অনেক বিধায়কই নিয়মিত আসেননি। এ নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি পার্থ চট্টোপাধ্যায়। বুধবার অধিবেশন শেষে নিজের ঘরে সাংবাদিক বৈঠক করেন তিনি।

আরও পড়ুন-Maithon: উড়ু-উড়ু মন? যান মাইথন

সুষ্ঠুভাবে অধিবেশন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জনান তিনি। একই উষ্মা প্রকাশ করেন কম সংখ্যায় বিধায়কদের উপস্থিতি নিয়ে। বিশেষত যারাই প্রথম বিধায়ক হয়েছেন তাঁদের অনুপস্থিতি নজর কেড়েছে সকলের। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই শীতকালীন অধিবেশনে অনেক বিধায়ক নিয়মিত আসেননি। এটা ঠিক নয়। এটা বিধানসভার মর্যাদা ও গরিমার ক্ষেত্রে সাযুজ্য নয়।

আরও পড়ুন-Lakhimpur: লখিমপুর: তদন্তে নজরদার নিয়োগ

বিশেষত যারা নতুন বিধায়ক হয়েছেন তিনি যে দলেরই হোন না কেন তাঁদের উচিত অধিবেশনে নিয়মিত আসা, প্রশ্ন করা, পরিষদীয় রাজনীতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানা, বিধানসভার রীতিনীতি সম্পর্কে অবহিত হওয়া, সিনিয়র বিধায়কদের কাছ থেকে শেখা এগুলো একজন বিধায়ককে পরিষদীয় রাজনীতিতে এগোতে সাহায্য করে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে নতুন বিধায়করা এবিষয়ে খুব একটা আগ্রহী নন।

আমি অনুরোধ করব যখনই অধিবেশন হোক না কেন বিধায়করা যেন নিয়মিত আসেন। পরিষদীয় মন্ত্রী বিধানসভায় বিরোধী দলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। এই অধিবেশনে তাঁরা বেশিরভাগ সময় অংশগ্রহণ করেননি। এটা গণতন্ত্রে শোভনীয় নয় বলেও মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।

Latest article