নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে মন দিক বিরাট

শাস্ত্রীর মন্তব্যের পর শাহিদ আফ্রিদিও বললেন

Must read

করাচি, ১৩ নভেম্বর : টি-২০ নেতৃত্ব আগেই ছেড়েছেন। এবার জোর গুঞ্জন, বিরাট কোহলি ওয়ান ডে নেতৃত্বও ছাড়তে পারেন। টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন কোচ রবি শাস্ত্রীও এই ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, নিজেকে চাপমুক্ত রাখতে অদূর ভবিষ্যতে বাকি ফরম্যাটের নেতৃত্বও ছেড়ে দিতে পারেন বিরাট।

আরও পড়ুন-সন্ত্রাসে রক্তাক্ত মণিপুর

শনিবার শাস্ত্রীর সুরে সুর মেলালেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি। তিনি সাফ জানিয়েছেন, টি-২০ ক্রিকেটের পর এবার টেস্ট এবং ওয়ান ডে নেতৃত্বও ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে পুরোপুরি ফোকাস করুন বিরাট।

এই প্রসঙ্গে আফ্রিদির বক্তব্য, ‘‘বিরাট ভারতীয় ক্রিকেটের এক অসাধারণ চরিত্র। কিন্তু আমার মনে হয় এবার সময় এসে গিয়েছে, ও সব ফরম্যাটেই নেতৃত্ব ছেড়ে দিয়ে নিজের ব্যাটিংয়ে মন দিক।’’ প্রাক্তন পাক অলরাউন্ডার আরও বলেন, ‘‘বিরাটের উচিত কেরিয়ারের যে ক’টা বছর বাকি আছে, তা পুরোপুরি উপভোগ করা। ও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। চাপমুক্ত হয়ে খেললে, ব্যাট হাতে আরও সফল হবে।’’

আরও পড়ুন-Tathagata Roy: বিস্ফোরক তথাগত, বিজেপির আত্মহত্যার খবর প্রকাশ্যে আসছে

একই সঙ্গে আফ্রিদি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সদ্য ভারতীয় টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মার। অতীতে আইপিএলে রোহিতের সঙ্গে ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন আফ্রিদি। তিনি বলছেন, ‘‘আমি রোহিতের সঙ্গে একটা বছর খেলেছি। ও একজন অসাধারণ ক্রিকেটার। পাশাপাশি রোহিতের মানসিকতাও সর্বোচ্চ পর্যায়ের।’’

আফ্রিদি আরও বলেন, ‘‘রোহিতের সবচয়ে বড় সম্পদ হল, চাপের মুখে যেমন মাথা ঠান্ডা রাখতে পারে, তেমন প্রয়োজনে চূড়ান্ত আগ্রাসী হতেও পারে। ওকে অধিনায়ক করার সিদ্ধান্ত নির্ভুল।’’

Latest article