ভারতকে জেতালেন রাধা, জেমাইমা

Must read

কলম্বো, ২৩ জুন : মিতালি রাজ অবসর নেওয়ার পর নতুন শুরুর অপেক্ষায় ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুরুটা অবশ্য ভালই করল হরমনপ্রীত কৌরের ভারত। শ্রীলঙ্কা সফরে গিয়ে সিরিজের প্রথম টি২০-তে দাপটে জিতল উওমেন ইন ব্লু। ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মেয়েরা। শ্রীলঙ্কা এখনও টি২০-তে ভারতকে নিজেদের দেশে হারাতে পারেনি। ফলে অপেক্ষা বাড়ল তাদের।
দলগত পারফরম্যান্সে জয় এলেও অন্যতম ভূমিকা ছিল জেমাইমা রদ্রিগেজ এবং রাধা যাদবের (Jemimah Rodrigues and Radha Yadav) । টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান করে ভারতীয় দল। স্মৃতি মান্ধানা, সাব্বিনেনি মেঘনা শুরুতে আউট হয়ে গেলেও অধিনায়ক হরমনপ্রীত (২২) ও শেফালি ভার্মার (৩১) জুটি স্কোরবোর্ড সচল রেখেছিল। কিন্তু দু’জনে ফিরে যেতেই চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে জেমাইমার ২৭ বলে অপরাজিত ৩৬ রানের আক্রমণাত্মক ইনিংস ভারতকে লড়াই করার স্কোরে পৌঁছে দেয়। শেষ দিকে দীপ্তি শর্মাও (৮ বলে অপরাজিত ১৭) আগ্রাসী ব্যাটিং করেন।

আরও পড়ুন: মারাদোনার চিকিৎসকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

অল্প রানের পুঁজি নিয়েও বল হাতে লঙ্কা ব্যাটারদের চাপে রাখেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কার ওপেনার ভিশমী গুনরত্নেকে ফিরিয়ে দেন দীপ্তি। সপ্তম ওভারে মাত্র তিন বলের মধ্যে দু’টি উইকেট নিয়ে ম্যাচে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন রাধা (Jemimah Rodrigues and Radha Yadav)। সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কার ইনিংস। ২০ ওভারে ৫ উইকেটে ১০৪ রানেই আটকে যায় শ্রীলঙ্কা। শনিবার দ্বিতীয় টি২০। অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ‘‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। জেমি দুর্দান্ত ব্যাট করেছে। বোলাররা ভাল করেছে। এখানে খেলাটা উপভোগ করছি।”

Latest article