বার্সেলোনা, ২২ মে : লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন, এটা এখন পরিষ্কার। কিন্তু কোথায় যাবেন সেটা পরিষ্কার নয়। এই অবস্থায় বার্সোলানা স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি মেসিকে বার্সেলোনায় এসে তাঁর সঙ্গে খেলার আহ্বান জানালেন। তিনি চান ক্লাব মেসিকে আবার ফিরিয়ে আনুক।
ঠিক কী বলেছেন লেয়নডস্কি? এটাই যে, ‘‘আমি বার্সেলোনায় মেসির সঙ্গে খেলতে চাই। ও ইদানীং খেলার স্টাইল বদলেছে। মেসির মতো যারা ফুটবলকে গভীরভাবে ভাল বোঝে, তাদের সঙ্গে খেলা কিছুটা সহজ। মেসি ওর খেলা বদলে ফেলেছে। ও খেলা নিয়ে অন্যরকম ভাবছে। মাঠে নিজেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। ওর মধ্যে দারুণ একটা ফুটবল বোধ রয়েছে। আমরা এটাকে ব্যাবহার করতে পারি। তবে সেটা কীভাবে তা জাভি হার্নান্দেজকে জিগ্যেস করা যেতে পারে।”
আরও পড়ুন-সিন্ধুদের নজরে মালয়েশিয়া মাস্টার্স
প্রসঙ্গত, জাভি হলেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার ও বর্তমান দলের কোচ। যিনি মেসির সঙ্গে এই ক্লাবে দীর্ঘদিন খেলেছেন। জাভি নিজেও জানিয়েছেন, লা লিগায় মেসিকে ফেরানো নিয়ে কথা হয়েছে। বার্সেলোনা লা লিগা জেতার পর জাভি সাংবাদিকদের বলেন, তাঁদের ক্লাবের সঙ্গে লা লিগা কর্তৃপক্ষের কথা হয়েছে। তবে সেটা শুধু লিও মেসিকে ফেরানোর জন্য নয়। তাঁরা আসলে পরেরবার দলকে আরও উন্নত করতে চান। আর কে না জানে, মেসি ফিরলে বার্সেলোনার খেলার মান আরও উন্নত হবে।