সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া : পুরুলিয়ার (Purulia) গভীর অরণ্যে হদিশ মিলল চিতাবাঘের। শুক্রবার রাতে, বন দফতরের পেতে রাখা ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি। স্বভাবতই খুশি বন আধিকারিকরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া বন বিভাগের কোটশিলা রেঞ্জের সিমনি জাবর বনাঞ্চলে ক্যামেরায় ধরা পড়েছে চিতাবাঘের উপস্থিতি। তারপর থেকে অরণ্যে নজরদারি বাড়ানো হয়েছে। বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের জঙ্গলে না যেতে পরামর্শও দেওয়া হয়েছে।
আরও পড়ুন – ব্রাজিলে মূক ও বধির অলিম্পিকে বাংলার দুই
পুরুলিয়ার ডিএফও দেবাশিস শর্মা জানিয়েছেন, ওই এলাকায় স্থানীয় একটি গ্রামের গরুকে গভীর অরণ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। কোনও বুনো জন্তুর আক্রমণে গরুটি মারা গিয়েছে বুঝতে পেরেই ওখানে ক্যামেরা পেতে রাখা হয়। তাতেই ধরা পড়েছে চিতাবাঘের ছবি। এরপর ওই এলাকায় ভাল করে নজরদারি চালানো হবে। বনে আরও বাঘ আছে কি না, তা জানার চেষ্টা করছে বন দফতর। ডিএফও জানান, এখন পুরুলিয়ার (Purulia) বনাঞ্চলে অরণ্য গভীর হয়েছে। খাদ্যশৃঙ্খলও ভালভাবে গড়ে উঠেছে। ফলে চিতাবাঘ বা ভালুক থাকা অস্বাভাবিক কিছু নয়।
এই জঙ্গলে অবশ্য আগেও চিতাবাঘ ছিল বলে স্থানীয় মানুষ জানিয়েছেন। এলাকা থেকে কিছু দূরে পুরুলিয়ার প্রাক্তন তথা প্রয়াত বিধায়ক কে পি সিংদেও ও তাঁর দাদা জে পি সিংদেও একটি চিতাবাঘ শিকারও করেছিলেন। মাঝখানে জঙ্গল কমে যাওয়ায় এখানে বন্যপ্রাণ কমে গিয়েছিল। এবার এই জঙ্গলে যাতে মাংসাশী ও তৃণভোজী উভয়শ্রেণির প্রাণীর সংখ্যা বাড়ে সেদিকে নজর রাখবে বন দফতর। চোরাশিকার ঠেকাতেও ব্যবস্থা নেবে।