বাঁকুড়ায় বিদ্যুতের স্পর্শে আবার মৃত্যু হল হাতির

Must read

কার্তিক ঘোষ, বাঁকুড়া : মাত্র ৬ দিনের মাথায় আরও একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল বাঁকুড়ায় (Bankura)। শনিবার সকালে বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলবনির চুঁয়াগাড়া সম্মিলনী বিদ্যাপীঠের পাশেই একটি গমখেতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে সকলেই মনে করছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। অভিযোগের তীর গ্রামের এক আশ্রমের দিকে। এখানকার মহারাজ ফসল বাঁচাতে জিআই তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ করেছিলেন বলে অনেকের দাবি। বন বিভাগের বিএফও বি কে ঝা জানিয়েছেন, মৃতদেহের পাশে জিআই তার পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত বিশেষ কিছু বলা যাবে না। বাঁকুড়ার (Bankura) মানুষ হাতিদের গৃহপালিত পশুর মতোই দেখেন। তাই হাতির মৃত্যুতে তাঁরা শোকাতুর। বছরকয়েক আগে একটি হাতির মৃত্যুতে সংগ্রামপুরের শ্যামাপ্রসাদ প্রামাণিক ১০ দিন অশৌচ পালন করেন, লোকজন খাওয়ান। এদিনও গ্রামের মহিলারা হাতিটিকে নিয়ে যাওয়ার আগে তেলসিঁদুর মাখিয়ে পুজো করলেন। স্থানীয়দের দাবি, হাতিগুলোকে বন দফতর জঙ্গলে আটকে রাখুক। না হলে লোকালয়ে এসে এভাবেই মারা যাবে ওরা।

Latest article