ওঁরা সবাই কৃতী ছাত্রছাত্রী। পড়াশোনাই ওঁদের ধ্যানজ্ঞান। কেউ বিএ বা বিএসসি অনার্সের পড়ুয়া। কেউবা আইনে স্নাতকস্তরে পড়াশোনা করছেন। এবার ওইসব কৃতী পড়ুয়াদের রাজনীতির পাঠ দিচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সমবায়মন্ত্রী অরূপ রায়, তৃণমূলের হাওড়া সদরের প্রাক্তন সভাপতি ভাস্কর ভট্টাচার্যের তত্ত্বাবধানে হাওড়া জেলা(সদর) তৃণমূলের উদ্যোগে ওই পড়ুয়াদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। সপ্তাহে একদিন করে তৃণমূলের হাওড়া সদরের কার্যালয়ে ওইসব পড়ুয়াদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দু’ঘণ্টা করে চলে প্রশিক্ষণ। সমবায়মন্ত্রী অরূপ রায় সহ হাওড়া সদরের তৃণমূল (Trinamool Congress) নেতৃত্বের পাশাপাশি ওই ক্লাসে বক্তব্য পেশ করার জন্য আসেন তৃণমূলের রাজ্যস্তরের বিশিষ্ট নেতা-নেত্রীরাও। শনিবার এই প্রশিক্ষণ শিবিরে পড়ুয়াদের সামনে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, তৃণমূলের হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষ, প্রাক্তন সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিনের ক্লাসের বিষয় ছিল ‘জ্বালানি ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি’। এই বিষয়ের ওপর সম্যক ধারণার পাশাপাশি তা নিয়ে কীভাবে বিভিন্ন জনসভায় বক্তব্য পেশ করতে হবে। এই নিয়ে কেন্দ্রের ব্যর্থতা যুক্তি দিয়ে কী করে সাধারণ মানুষকে বোঝাতে হবে, সেইসব বিষয়ে ওই পড়ুয়াদের খুঁটিনাটি বুঝিয়ে দেন বক্তারা। রাজনৈতিক বক্তব্য পেশ করার পদ্ধতিও শেখানো হচ্ছে তাঁদের। প্রতি সপ্তাহেই একটি করে বিষয়কে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হচ্ছে। এর আগে এনআরসি, সিএএ কিংবা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কুফল, কেন্দ্রে অবিজেপি ও অসাম্প্রদায়িক সরকারের প্রয়োজনীয়তা সহ এরকম বিভিন্ন রাজনৈতিক বিষয়ের ওপর চলে প্রশিক্ষণ ক্লাস। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের স্নাতকস্তরের ছাত্রী মৌমিতা মণ্ডল, সুহৃদ দাস, স্মৃতি ঘোষ প্রমুখ পড়ুয়ারা বললেন, এই ধরনের প্রশিক্ষণ শিবিরে এসে আমরা রাজনৈতিক বিষয়ে সমৃদ্ধ হয়েছি।