৭ দফায় লোকসভা নির্বাচন, ৪ জুন ভোটগণনা

এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান উপ-নির্বাচন বাকি রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্নাটক সহ ২৬ রাজ্যে।

Must read

২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha election) নির্ঘণ্ট প্রকাশ করছে নির্বাচন কমিশন (election commission)। দেওয়া হল নির্বাচনের আচরণবিধি। আজ, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সঙ্গেই জারি হবে আদর্শ আচরণবিধি। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান উপ-নির্বাচন বাকি রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্নাটক সহ ২৬ রাজ্যে। লোকসভার সঙ্গেই উপ-নির্বাচন হবে। ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে।

আরও পড়ুন-‘থ্রি-এম-কে রুখে দেবে নির্বাচন কমিশন’ আগামী লোকসভা ভোটের আচরণবিধি প্রকাশ করল নির্বাচন কমিশন

৭ দফায় লোকসভা নির্বাচন। ৫৬টি কেন্দ্র উপ-নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্রেও উপ-নির্বাচন হবে। ভগবানগোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে।আগামী ১৩ মে ভোটগ্রহণ হবে অন্ধ্রপ্রদেশ। প্রথম দফায় ২১ রাজ্যে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭ মে হবে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন ভোটগণনা। পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সাত দফাতেই ভোট হয়। বিহার, গুজরাত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ুতে উপনির্বাচন হবে। লোকসভার সঙ্গে উপনির্বাচন হবে। সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ— চার রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে লোকসভার সঙ্গে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, খেজুরিতে প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস

বাংলায় সাত দফার ভোটের মধ্যে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, শুক্রবার। তৃতীয় দফার ভোট ৭ মে। ১৩ মে চতুর্থ দফার ভোট। পঞ্চম দফা ২০ মে। ষষ্ঠ দফা ২৫ মে। ১ জুন সপ্তম দফার ভোট হবে বাংলায়। বাংলার মতো সাত দফার ভোট হচ্ছে বিহার ও উত্তর প্রদেশে। ভোট গণনা ৪ জুন। বাংলায় ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। প্রথম দফায় ১৯ এপ্রিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, তৃতীয় দফা ৭ মে, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, চতুর্থ দফা – ১৩ মে, বীরভূম, কৃষ্ণনগর, রাণাঘাট, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, পঞ্চম দফা – ২০ মে, শ্রীরামপুর, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, ষষ্ঠ দফা – ২৫ মে
পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, সপ্তম দফা – ১ জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর, মথুরাপুর বসিরহাট, দমদম, বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে।

Latest article