এক কোটি টাকার লটারি জয় অনুব্রত র, কি করবেন তিনি এই টাকা ?

Must read

সত্যিই কি লটারিতে এক কোটি জিতেছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ? এই নিয়েই আলোচনা চলছিল মুখে মুখে। তবে অনুব্রত নিজে মুখ না খোলায় নিশ্চিত হতে পারছিলেন না কেউই। অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন অনুব্রত নিজেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোটি টাকা জেতার বিষয়ে এখনও ধন্দে রয়েছেন খোদ অনুব্রতই। তবে সত্যিই ওই টাকা হাতে পেলে অনুব্রত কী করবেন তা ইতিমধ্যেই তা ঠিক করে ফেলেছেন তিনি।

তবে এই লটারি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, “নম্বর মিলিয়ে যদি সত্যিই টাকা পাই, তবে তা পুরোটাই দেব মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।” ইতিমধ্যেই বীরভূমের দাপুটে নেতা লটারি জেতার বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলেও খবর।

আরও পড়ুন – বীরভূমে অব্যাহত গেরুয়াশিবিরের ভাঙন, তৃণমূলে যোগ ৪৮ মণ্ডল সভাপতির 

লটারির টিকিট কেনা অনেকেরই নেশা থাকে, তাহলে এই নেশা কি অনুব্রত মণ্ডলেরও ? না, অনুব্রতর লটারি জেতার কাহিনী আর পাঁচজনের মতো নয়। অনুব্রত র টিকিট কেনার কাহিনী বেশ মজার। দলের কাজে গাড়িতে ঘুরতে ঘুরতে একদিন গাড়ি চালক-নিরাপত্তারক্ষীর কাছে অনুব্রত শোনেন যে, তাঁরা সকলেই কমবেশি লটারির টিকিট কেনেন। সেই সময়ই অনুব্রত মজার ছলে তাঁদের বলেছিলেন, তাঁর জন্য টিকিট কিনতে। সেই মতোই তাঁরা টিকিট কেনে। কিন্তু সেটি ছিল নিরাপত্তারক্ষীদের কাছে। বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেননি অনুব্রত। তারপরই কোটি টাকা জয় নিয়ে তোলপাড় হয় গোটা বাংলা।

উল্লেখ্য, Lotterysambadresult.in– এই ওয়েবসাইটে কোটি টাকা প্রাপকের স্থানে বীরভূমের অনুব্রত মণ্ডল তথা কেষ্টদার ছবি। অর্থাৎ ওয়েব সাইট অনুযায়ী, কোটি টাকা পেয়েছেন অনুব্রত মণ্ডল। বিষয়টি নিয়ে প্রথমদিকে একটু ধোঁয়াশা তৈরি হলেও, বলা চলে এখন গোটাটাই দিনের আলোর মতোই স্পষ্ট

Latest article