প্রতিবেদন : পানীয় জল, রাস্তাঘাট, জঞ্জাল পরিষ্কার, রেশন এসব নিতান্তই সামান্য বিষয়। তাই এসব দাবিদাওয়ার কথা পরে বলা যাবে। এই মুহূর্তে সবার আগে লাভ জিহাদের বিরোধিতা করা দরকার। রাজ্যের মানুষকে এমনই আশ্চর্যজনক পরামর্শ দিলেন কর্নাটক বিজেপির রাজ্য সভাপতি নলীন কুমার কাতিল (Nalin Kumar Kateel- Love Jihad)।
বিজেপির রাজ্য সভাপতি (Nalin Kumar Kateel- Love Jihad) রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, জল, জঞ্জাল পরিষ্কার, রাস্তাঘাট, রেশন ভোটের ময়দানে এসব ছোটখাটো বিষয়। তারচেয়ে অনেক বড় বিষয় হল লাভ জিহাদ। কারণ এর সঙ্গে সন্তানের ভবিষ্যৎ জড়িত। তাই এই মুহূর্তে সবার আগে আমাদের লাভ জিহাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আরও পড়ুন-বিলকিসের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট
বিজেপি নেতার এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছে। কংগ্রেস বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যের সমালোচনা করে বলেছে, নরেন্দ্র মোদির দল নির্বাচনে জিততে না পেরে দল ভাঙিয়ে সরকার গড়েছে কর্নাটকে। রাজ্যের বিজেপি সরকার সব দিক থেকেই ব্যর্থ। তাই ভোটের আগে সরকারের ব্যর্থতা ঢাকতে হিন্দুত্বকেই হাতিয়ার করতে চাইছে। কর্নাটকে চলতি বছরের মার্চ- এপ্রিল মাসে বিধানসভার ভোট হওয়ার কথা। কিন্তু দক্ষিণের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার বিষয়ে গুজরাতের মতো নিশ্চিত নয় গেরুয়া দল। এক বছর আগে মুখ্যমন্ত্রী বদল করেও হাল ফেরেনি দলের। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করে ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটলেও তেমন সুবিধা হয়নি বলেই মনে করছে দল। সে কারণেই ভোটের আগে ফের লাভ জিহাদের ঘটনাকে সামনে টেনে আনা হচ্ছে।
সম্প্রতি লাভ জিহাদের বিরুদ্ধে আইন তৈরি করেছে রাজ্যের বিজেপি সরকার। রাজনৈতিক মহল মনে করছে, ভোটের আগে সেই আইন কার্যকরের রাস্তা খুঁজতেই লাভ জিহাদের বিরুদ্ধে কর্মীদের সরব হতে বলছে বিজেপি নেতৃত্ব।