মাছ-মাংস-ডিম বিক্রি বন্ধ, কুর্সিতে বসেই বিতর্কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Must read

মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের মোহন যাদব। শপথ নিয়েই রাজ্যবাসীর আমিষ খাবারে লাগাম টানার নির্দেশ মুখ্যমন্ত্রী মোহন যাদবের। শুক্রবার থেকেই শুরু হবে এই নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া। বুধবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শপথ নেওয়ার পরই প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই নেওয়ার হয় দুটি সিদ্ধান্ত। প্রথমত, প্রকাশ্য জায়গা বা ধর্মীয়স্থানে লাউড স্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি প্রকাশ্যে মাছ-মাংস-ডিম (Fish- Meat- Egg) বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়। পুলিশ, খাদ্য দফতর ও স্থানীয় নগর প্রশাসন এই বিষয়ে প্রচার শুরু করবে। ১৫দিন ধরে চলবে প্রচার। তারপরই এই আইন বলবৎ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন- সংসদে হানাদার, সাসপেন্ড ৮ নিরাপত্তা আধিকারিক

এর আগে বহুবার বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে আমিষ খাবারের ওপর ফতোয়া জারি নিয়ে উত্তাল হয়েছে দেশের রাজনীতি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্যে মাংস (Fish- Meat- Egg), বিফের ওপর নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তবে কোথাও পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত এর আগে লাগু হয়নি। আরএসএস সংগঠন থেকে মুখ্যমন্ত্রীর পদে উঠে আসা মোহন যাদবকে নিয়ে বিরোধীরা এমনিতেই বিভিন্ন ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এই সিদ্ধান্তে যেন সেই সিদ্ধান্তেই শিলমোহর লাগলো। এদিকে কংগ্রেসের দাবি, রাজ্যে বেকারত্ব দূর করা সরকার ও মুখ্যমন্ত্রীর প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কর্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রথম ক্যাবিনেট বৈঠকে সেই বিষয় নিয়ে কোনও আলোচনাই হয়নি।

Latest article