প্রতিবেদন : আজ বুধবার সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে মহামেডান স্পোর্টিং। প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে সোমবারই কেরল পৌঁছে গিয়েছে সাদা-কালো ব্রিগেড। কেরলের মঞ্জেরিতে হবে রাত সাড়ে ৮টায় ম্যাচ।
মঙ্গলবার বিকেলে স্থানীয় মাঠে অনুশীলন সারে মহামেডান। যে ফুটবলারদের নিয়ে কেরল গিয়েছে মেহরাজউদ্দিন ওয়াডুর দল, তাঁদের কোনও চোট-আঘাত নেই। তবে দলের প্রধান স্ট্রাইকার ত্রিনিদাদ ও টোবাগোর মার্কাস জোসেফকে এই ম্যাচে পাচ্ছে না দল। জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরেছেন তিনি। তবে মহামেডান এই ম্যাচ জিতে সুপার কাপের মূলপর্বে উঠতে পারলে সেখানে মার্কাসকে পাওয়া যাবে। এই ম্যাচ জিতলে মূলপর্বে গ্রুপ ‘সি’-তে মহামেডান খেলবে মোহনবাগান, এফসি গোয়া এবং জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।
আরও পড়ুন-নিশীথের বাড়ি থেকে বেরিয়ে হামলা চালাল বিজেপি
মার্কাস না থাকায় গোকুলামের বিরুদ্ধে গোলের জন্য মহামেডান নির্ভর করবে নাইজেরিয়ান স্ট্রাইকার আবিওলা দাউদা, মিরলান মুরজায়েভ, স্বদেশি শেখ ফৈয়াজ, কিন লুইসদের উপর। গোকুলাম নিজেদের মাঠে খেলবে। তার উপর মহামেডানের বরাবরের গাঁট। তবে কোচ মেহরাজউদ্দিন আশাবাদী জয়ের ব্যাপারে। বললেন, ‘‘নক আউট ম্যাচ। তবে আমরা ৯০ মিনিটের মধ্যে জেতার চেষ্টা করব।’’ ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেছেন, ‘‘আমরা নক আউট ম্যাচে ভাল খেলি। তাই আশাবাদী জয়ের ব্যাপারে।’’