নাজির হোসেন লস্কর, মহেশতলা: শতবর্ষ অতিক্রম করেছেন বছর তিনেক হল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সেঞ্চুরি করা প্রবীণতম ভোটারের তালিকায় রয়েছে তাঁর নাম। এই বৃদ্ধাকে গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে শামিল করল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচন আধিকারিকের উদ্যোগে ঠাকুরপুকুর মহেশতলার ব্লকের ওই বাসিন্দার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন বিডিও সুবর্ণ মজুমদার।
আরও পড়ুন-ভোটের মুখে বিজেপি-বাম শিবির ছেড়ে যোগ তৃণমূলে
বিডিও বলেন, মহেশতলা বিধানসভা কেন্দ্রের মোট ৮ জন শতবর্ষ পার করেছেন এমন ভোটারের নাম আমরা পেয়েছি। সশরীরে বাড়ি বাড়ি খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম অধিকাংশের মৃত্যু হয়েছে। তবে মহেশতলা পুরসভার ১৭৯ পার্ট নম্বরের ব্যানার্জি পাড়ার ভোটার প্রতিভা বন্দ্যোপাধ্যায় জীবিত। তাঁর সুস্থতা কামনা করে প্রশাসনের তরফে শাড়ি, মিষ্টি ও ফুলের তোড়া নিজ হাতে তুলে দিয়ে বিডিও শ্রদ্ধা জানালেন বৃদ্ধাকে। বয়স্কদের জন্য নির্বাচন কমিশনের তরফে বাড়িতে বসে ভোট প্রয়োগের ব্যবস্থা আছে, বৃদ্ধার জন্য তারও ব্যবস্থা করলেন। প্রতিভা প্রশাসনের প্রতিনিধিদের বলেন, তিনি এর আগের ভোটও বাড়িতে বসেই দিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে একুশের বিধানসভা নির্বাচনে আশি পেরনো ভোটারদের বাড়িতে ভোটের ব্যবস্থা করেছিল। যদিও লোকসভায় বয়সের ক্ষেত্রে ৮৫ বছর করা হয়েছে। এবারও শতবর্ষ পার করা প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ভোটের বন্দোবস্ত করা হয়েছে বলে জানান বিডিও সুবর্ণ মজুমদার। বৃদ্ধার তিন ছেলের মধ্যে দুজন বেঁচে আছেন। ছেলে-বৌমাদের সঙ্গে থাকেন তিনি। বয়সের ভারে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি সবই ক্ষীণ হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি বৃদ্ধা ও তাঁর পরিবার। কয়েকদিনের মধ্যেই ১২ডি-র মাধ্যমে ১৮তম লোকসভা নির্বাচনেও নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন মহেশতলার শতায়ু-পার-করা প্রতিভা বন্দ্যোপাধ্যায়।