নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বৃহস্পতিবার তাঁর বক্তৃতার নির্ধারিত ১৩ মিনিট সম্পূর্ণ করতে দেওয়া হল না। এই নিয়ে সংসদের বাইরে ক্ষোভে ফেটে পড়েন তিনি। পরে ট্যুইটেও এনিয়ে সরব হন। তাঁর অভিযোগ, লোকসভায় যখন তাঁকে থামিয়ে দেওয়া হয় তখন তাঁর বরাদ্দ ১৩ মিনিট সময় শেষ হয়নি। মহুয়া (Mahua Moitra) বলেন, আমাদের গণতন্ত্রের জন্য দুঃখজনক দিন যে একজন নির্বাচিত সাংসদকে সময় শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া হল। এতটাই ভয়, এতটাই নির্লজ্জতা! লোকসভার ভাষণে মহুয়া কেন্দ্রকে বিঁধে বলেন, আপনারা ভবিষ্যৎ ভারতকে ভয় পান। তাই কেবল আমাদের ভোট নিয়েই সন্তুষ্ট নন, আমাদের মস্তিষ্কের ভিতরে, বাড়ির ভিতরে, সবকিছুর উপর নজরদারি চালাতে চান।