জন্তুর হানা, তছনছ শস্য

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : রাতের অন্ধকারে ভুট্টার জমিতে অজানা জন্তু হানা দিয়ে বিঘার পর বিঘা ফসল নষ্ট করছে বলে কৃষকদের দাবি। রঘুনাথগঞ্জের (Jangipur) তেঘরিতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গঙ্গার তীরবর্তী এলাকায় বিঘার পর বিঘা জুড়ে ভুট্টা চাষ করেছেন চাষিরা। স্থানীয় বাসিন্দারা চাষ-বাসের ওপর নির্ভরশীল। এভাবে ফসল নষ্ট হওয়ায় কার্যত চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। চরম দুশ্চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এ বিষয়ে (Jangipur) রঘুনাথগঞ্জ ২ ব্লক কৃষি দফতরের সহকারি অধিকর্তা অমৃত কুমার হাঁসদা বলেন, বিষয়টি আমি জেনেছি। এভাবে ফসল নষ্ট হওয়ায় ঘটনা আগে নজরে আসেনি। কীভাবে ফসল নষ্ট হচ্ছে তা আমরা খতিয়ে দেখব। জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ ২ ব্লকের তেঘরিতে গঙ্গার ধারে এলাকার প্রায় শতাধিক চাষি চলতি মরশুমে ভুট্টা চাষ করেছেন।

Latest article