নেতাজিকে অসম্মানের প্রতিবাদ

Must read

দিল্লির ইন্ডিয়া গেট চত্বর থেকে উধাও নেতাজির হলোগ্রাম মূর্তি (Netaji Hologram Statue)। গত ২৩ জানুয়ারি এই মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) জানিয়েছিলেন, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইটের মূর্তি (Netaji Hologram Statue) স্থাপন করা হবে। ততদিন পর্যন্ত থাকবে হলোগ্রাম। কিন্তু ইতিমধ্যেই ছিঁড়ে গিয়েছে পর্দা, কাজ করছে না লেজার বিম। অবহেলার ছবি স্পষ্ট। নেতাজির মূর্তিস্থাপনের জায়গায় গাঢ় অন্ধকার। নেতাজির প্রতি কেন্দ্রীয় সরকারের এই অশ্রদ্ধা ও অবহেলার তীব্র নিন্দা করে ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদরা। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জহর সরকার, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নুর ও নাদিমুল হক। বৃহস্পতিবার।

আরও পড়ুন: মহুয়ার ক্ষোভ সাংসদে

Latest article