বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই: বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক, তৃণমূল সুপ্রিমোর সঙ্গে থাকবেন অভিষেকও

Must read

ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই। পাটনার পরে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee- Abhishek Banerjee) সঙ্গে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বিকেল ৫টা নাগাদ SSKM হাসপাতালে যান অভিষেক। সেখান থেকে বেরিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ১৭-১৮ জুলাই বেঙ্গুলুরুতে বৈঠক। সেখানে উপস্থিত থাকবে তৃণমূল-সহ ২৪টি বিজেপি বিরোধীদল।

অভিষেক জানান, সিমলায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বেঙ্গালুরুতে করার সিদ্ধান্ত হয়। সেখানে তৃণমূল সভানেত্রী পাশাপাশি উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ-সহ বিভিন্ন দলের সর্বোচ্চ নেতৃত্ব। সেখানে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। এরপরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যেভাবে বিজেপি সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এক একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিরোধীদের টাকা আটকে রাখছে, বিজেপির সেই একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধেই আমাদের লড়াই। সেই কারণেই দলনেত্রী বলছেন, সবাইকে একজোট হয়ে এই স্বৈরাচারী বিজেপি সরকারকে সরাতে হবে।

আরও পড়ুন: মহিলাদের হুমকি দিচ্ছে, বাচ্চাদের বাড়ি ছাড়া করছে: বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে বললেন অভিষেক

নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় বৈঠকে বসেছিল ১৭টি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee- Abhishek Banerjee) সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরিরা। ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে ফের বৈঠক বসছে বিজেপি বিরোধী দলগুলি। সেই বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন অভিষেকও।

Latest article