দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Must read

আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন (Rakshabandhan) উৎসব। রাখি পূর্ণিমার এই বিশেষ দিনটিতে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করে। হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ের মানুষেরা এই উৎসব পালন করে থাকে। এই দিনটিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: দরাজ মুখ্যমন্ত্রী, উচ্ছ্বসিত প্রাক্তনরা

ট্যুইটে এদিন মমতা হিন্দি, ইংরাজি ও বাংলা ভাষাতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘দেশবাসীকে রাখিবন্ধনের (Rakshabandhan) হার্দিক শুভ কামনা।’ বাংলাতে তিনি লেখেন, ‘ সবাইকে আমার রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সুদৃঢ় হোক সৌভ্রাতৃত্বের বন্ধন’।

Latest article