ত্রিপুরা, মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস, রাজ্যবাসীকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়- অভিষেকের

Must read

আজ ত্রিপুরা, মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস (51st Statehood Day)। এই দুই রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে টুইটারে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটারে করে মুখ্যমন্ত্রী লিখেছেন, মেঘালয় এবং ত্রিপুরাবাসীকে রাজ্যের ৫১তম প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানাই। রাজ্যের বাসিন্দাদের ভবিষ্যতের জন্য আমার শুভেচ্ছা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মেঘালয় এবং ত্রিপুরাবাসীকে রাজ্যের ৫১তম প্রতিষ্ঠা দিবসের (51st Statehood Day) শুভেচ্ছা জানাই। রাজ্যের জন্য নিরলসভাবে লড়াই করা সাহসীদের হৃদয় থেকে অনুপ্রেরণা নিয়ে, আসুন নিশ্চিত করি যে মেঘালয় প্রগতি, গর্ব ও সমৃদ্ধির পথে হাঁটছে।

 

১৯৭১ সালের উত্তর-পূর্ব অঞ্চল পুনর্গঠন আইনের অধীনে ১৯৭২-এর ২১ জানুয়ারি মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়৷ সেই কারণেই ত্রিপুরা এবং মেঘালয়ের মতোই মণিপুর রাজ্যেরও আজ প্রতিষ্ঠা দিবস।

আরও পড়ুন : দূষণ : কেন্দ্রের উপর দায় কোর্টের

Latest article