কেরলে নৌকাডুবি: মৃতের সংখ্যা পেরলো ২০, দুর্ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী

Must read

কেরলে ভয়াবহ নৌকাডুবির (Kerala Boat Capsize Incident) ঘটনা। বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও ৭ জন ভর্তি রয়েছে। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেরলে নৌকাডুবির ঘটনায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, “কেরলে নৌকাডুবির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। কয়েকজন শিশু সহ ২০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। আমি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করছি এবং নিহতদের আত্মীয়দের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।“

কেরলের (Kerala Boat Capsize Incident) মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরাম। রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে হাউসবোটে রাত কাটাচ্ছিলেন পর্যটকেরা। ওই হাউসবোটে মোট ৪০ জন ছিলেন। আচমকাই হাউসবোটটি উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় তারা। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচি বাতিল করে সকালেই দুর্ঘটনাস্থলের গিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাজ্য সরকারের তৎপরতায় মণিপুর থেকে ফিরলেন ১৮ জন পড়ুয়া

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

Latest article