অভিষেককে ‘ফ্রেমবন্দি স্মৃতি’ উপহার দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, শৈশবেই রাজনীতিতে হাতেখড়ি তাঁর

Must read

শুক্রবার ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির শেষদিন। আজ নবজোয়ার যাত্রার ৫১তম দিনে কাকদ্বীপে একমঞ্চে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই নবজোয়ার যাত্রার জন্য অভিষেককে অভিনন্দন জানিয়ে ফ্রেমবন্দি এক টুকরো স্মৃতি উপহার দিলেন তৃণমূল সুপ্রিমো।

এদিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হঠাৎ করে রাজনীতিতে আসেননি অভিষেক (Abhishek Banerjee)। পরিবারতন্ত্রের যে অভিযোগ বিরোধীরা তোলে তা একেবারেই ভিত্তিহীন। দু বছর বয়স থেকেই রাজনীতিতে হাতেখড়ি অভিষেকের। ১৯৯০ সালে সিপিএমের আক্রমণে মাথা ফেটে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সব কথা শুনেছিলেন দুবছরের ছোট্ট অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখের সামনে ওইভাবে দেখে ছোট্ট অভিষেক স্লোগান দিতে শুরু করেন, “দিদির মাথা ভাঙলে কেন সিপিএম জবাব দাও!”

আরও পড়ুন: শান্তি ফিরছেই না মণিপুরে, এবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল জনতা

সেই সময়কার ছবি বড় ফ্রেমে বাঁধিয়ে অভিষেককে উপহার দিলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন ডায়মন্ড হারবারে আসার আগেই তিনি ভেবেছিলেন অভিষেকের জন্য কিছু উপহার আনবেন। এই ছবি তাঁকে আগামী দিনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে- আশা মমতার। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী। ছবি উপহার পেয়ে নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন অভিষেক।

Latest article