শান্তি ফিরছেই না মণিপুরে, এবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল জনতা

Must read

অশান্ত মণিপুর। কুকি-মেইতেই সংঘর্ষে আগুন জ্বলছে মণিপুরে 9Manipur flares up again)। আজ, শুক্রবার ভোরে, ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিং-এর বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। তবে ঘটনার সময়ে মন্ত্রী বাড়ির ভিতরে ছিলেন না বলে জানা গিয়েছে। তিনি সুরক্ষিত আছেন বলেই অনুমান। তবে এর জেরে আন্দোলনের রোষ গিয়ে পড়েছে বিজেপি মন্ত্রীদের ওপর। যার জেরে চাপ বাড়ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর ওপর। এর আগেও রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের বাংলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবার ক্ষোভের শিকার হলেন রঞ্জন সিং। বিদেশ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন তিনি। এর আগেও পশ্চিম ইম্ফলের কোংবাতে অবস্থিত তাঁর আর একটি বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। প্রসঙ্গত, আরকে রঞ্জন সিং মেইতেই সম্প্রদায়েরই মানুষ, গতবারের হামলায় অভিযুক্তরা মেইতেই সম্প্রদায়েরই ছিল বলে জানা গিয়েছিল। তারা সেবারেও মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

আরও পড়ুন- বিপর্যয়: গুজরাতের একাধিক এলাকা তছনছ, সতর্কতা রাজস্থানেও

মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের (Manipur flares up again) জেরে ইতিমধ্যেই উত্তর-পূর্বের রাজ্যটিতে হিংসার আগুন জ্বলছে দিকে দিকে। শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ ঘরছাড়া। গতকাল, বৃহস্পতিবারই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছিলেন যে শান্তি ফেরাতে সরকার সবরকম চেষ্টা করছে, একাধিক স্তরে আলোচনা চলছে। এর আগেও একথা বলেছেন তিনি। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি সেভাবে এগোচ্ছে না। অশান্তি থামার কোনও লক্ষণ তো নেইই। উল্টে চারিদিকের পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে।

Latest article