অলচিকি শিক্ষক নিয়োগের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নেওয়া হবে ১০০০ ফরেস্ট ভলান্টিয়ারও

Must read

প্রতিবেদন : পুরুলিয়ায় প্রশাসনিক সভা থেকে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, অলচিকি ভাষায় ৪৯ জন শিক্ষক নিয়োগ হবে। আমরা সাঁওতালি স্কুলগুলোতে অলচিকি (ol chiki) ভাষায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করছি দ্রুত। যেখানে যেখানে শিক্ষক নেই, সেখানে শিক্ষক নিয়োগ হবে।

আরও পড়ুন-তৃণমূলের সহায়তা কেন্দ্রে মানুষের ঢল

এদিন ৩৬২.৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিলান্যাস করেন ৪ হাজার কোটি টাকার। এছাড়া অলচিকি (ol chiki) ভাষার শিক্ষক নিয়োগ ছাড়াও ১ হাজার ফরেস্ট ভলান্টিয়ার নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ১ হাজার ফরেস্ট ভলান্টিয়ার নিচ্ছি। যারা বন্যপ্রাণীদের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছেন এই চাকরিতে ১২ হাজার টাকা করে বেতন পাবেন। আমরা ৭৩৮টি আবেদন পেয়েছি। সেজন্যই এক হাজার পদ তৈরি করা হয়েছে।

Latest article