তৃণমূলের সহায়তা কেন্দ্রে মানুষের ঢল

Must read

সংবাদদাতা, হাড়োয়া : বিজেপি-কংগ্রেস-সিপিএমের মিথ্যাচার, অনৈতিক আক্রমণ কীভাবে নির্বাচনী প্রচারের মাধ্যমে ঠেকাবে তৃণমূল, তার ‘টাস্ক বুক’ তৈরি করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, দু’বছর ধরে কেন্দ্রবিরোধী লড়াইয়ের কথা মানুষের কাছে প্রচার করতে হবে। জেলায় জেলায় সহায়ক শিবিরে যেতে হবে বিধায়ক, সাংসদ ও ব্লক সভাপতিদের। স্লোগান হবে, ‘জমিদারি হটাও, বাংলা বাঁচাও।’ কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে যে বঞ্চনা করছে তা মানুষকে জানাতে হবে। রাজ্যের প্রায় ২১ লাখ শ্রমিকের একশো দিনের কাজের প্রাপ্য মেটানো শুরু করেছে রাজ্য। রাজ্যই যে জনসাধারণের ত্রাতা তা জানাতে ও বারাসত ২ ব্লকের প্রতিটি অঞ্চলে সহায়তা কেন্দ্রে ১০০ দিনের কাজের ফর্মপূরণের তদারকি করেন ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ-সভাপতি মেহেদি হাসান, ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম মনি, কীর্তিপুর ১ ও ২ সভাপতি মান্নান আলি ও সাহাবুদ্দিন আলি প্রমুখ। শম্ভুনাথবাবু জানান, ব্লকের প্রতিটি সহায়তা কেন্দ্রে (Sahayata Kendra) পরিষেবা নিতে মানুষের ঢল নেমেছে।

আরও পড়ুন- সারি-সারনা ধর্মের স্বীকৃতি আদায়ে প্রয়োজনে আন্দোলন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Latest article