সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়ার সার্কিট হাউসে অন্য মুডে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পুরুলিয়ার সভা সেরে বাঁকুড়ার সার্কিট হাউসে ঢোকার মুখে লোকপ্রসার শিল্পী মহিলা ঢাকিদের কাছ থেকে ঢাক নিয়ে তাঁদের সঙ্গে তাল মিলিয়ে ঢাকে বোল তুললেন। মুখ্যমন্ত্রীকে ঢাক বাজাতে দেখে মহিলা শিল্পীরাও দ্বিগুণ উৎসাহে ঢাক্যের বাদ্যিতে মাতোয়ারা করলেন এলাকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বুধবার আকাশপথে বাঁকুড়া স্টেডিয়ামে নামেন বিকেল ২.৫২ মিনিটে। সেখান থেকে প্রায় ৬০০ মিটার রাস্তা পায়ে হেঁটে যান সার্কিট হাউসে। শুরুতেই ভৈরব মন্দিরে গিয়ে ধূপ জ্বালিয়ে পুজো দেন। পুরোহিতের গায়ে চাদর পরিয়ে তাঁকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। এরই মধ্যেও তিনি স্থানীয়দের অভাব-অভিযোগও শোনেন। দু’জন মহিলা বলেন, রেল কলোনিতে তাদের ১৪টি পরিবারের বাড়ি ছিল। রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করে দেওয়ায় এখন তাঁরা গৃহহীন। শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুমা মালাকার মুখ্যমন্ত্রীকে বলেন, স্বামী পক্ষাঘাতগ্রস্ত, কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডে হাসপাতাল ভর্তি নিচ্ছে না। সব শুনে মুখ্যমন্ত্রী ওই মহিলাকে সার্কিট হাউসে নিয়ে আসার নির্দেশ দেন। রাস্তার দু’ধারে ভিড় জমানো কন্যাশ্রীদের আশীর্বাদ, লক্ষ্মীদের করজোড়ে শুভেচ্ছা জানান।