ঐতিহ্যবাহী ১৩১তম ডুরান্ড কাপ টুর্নামেন্ট (Durand Cup 2022) উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে গেলেন মুখ্যমন্ত্রী। তার পর তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এক ঘণ্টা ধরে নানা অনুষ্ঠান হয় মাঠে। সন্ধ্যা ছ’টায় উদ্বোধনী ম্যাচের কিক অফ ছিল।
এবার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া এবং কলকাতার অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং। খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন। সোমবার ৭৫তম স্বাধীনতা দিবসের দিনে নয়া মরসুমের জার্সির উন্মোচন করা হয়। এদিন ঘোষণা করা হয় গোটা দল এবং অধিনায়ক হিসেবে মার্কাস যোসেফের নাম।
আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে বাস উল্টে মৃত ৬ জওয়ান, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী- অভিষেকের
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার-সহ আরও বিশিষ্ট অতিথিরা। পাপন এবং রুবেনের গাওয়া টুর্নামেন্টের থিম সংয়ের সঙ্গে পারফর্ম করলেন সেনাবাহিনীর সশস্ত্র জওয়ানরা। ফিফা থিম সং দিয়ে শেষ হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচের জন্য সমর্থকদের বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছে। দলের নতুন জার্সিতেও এবার চমক দিয়েছে মহমেডান। ভারতের সশস্ত্র সেনাবাহিনীকে জার্সি উৎসর্গ করা হয়েছে। জার্সিতেও সেনাবাহিনীর ছবি রয়েছে ।