প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) বিরোধী মুখ। বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তে দেশে সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনও বিরোধী জোট সম্ভব নয় এটা বারবার প্রমাণিত হয়েছে। শনিবার উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে ইফতার পার্টিতে যোগ দিয়ে একথা বললেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-দিনের কবিতা
বিরোধীরা জোট বাঁধলে সেক্ষেত্রে আসন বণ্টনের রূপরেখা কেমন হবে? সে প্রশ্নেরও উত্তর দিয়ে সুদীপ বলেন, যে রাজ্যে যারা শক্তিশালী তাদের সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে কংগ্রেস। যেখানে অন্যরা সেখানে তাদেরকেই লড়তে দিতে হবে। বাংলায় কংগ্রেস যে কার্যত অস্তিত্বহীন এবং প্রাসঙ্গিকতা হারিয়েছে সে কথা মনে করিয়ে দিয়ে সর্বভারতীয় প্রেক্ষিতে কংগ্রেস সম্বন্ধে সুদীপের মন্তব্য, ওদেরকে বিগ বস মনোভাব ছাড়তে হবে।