রাহানে-ঝড়ে হেলায়, মুম্বই জয় সিএসকের

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুললেন এক মুম্বইকর। আর তাতেই উড়ে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স!

Must read

মুম্বই, ৮ এপ্রিল : ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুললেন এক মুম্বইকর। আর তাতেই উড়ে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স!
অজিঙ্কা রাহানে। জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই। আইপিএলে দল পেতে রীতিমতো কালঘাম ঝরাতে হয়েছে। কিন্তু শনিবাসরীয় ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটে জয়ের নায়ক রাহানেই। বল হাতে রবীন্দ্র জাদেজা তিন উইকেট নিয়ে মুম্বইকে কম রানে আটকে রেখেছিলেন ঠিকই। কিন্তু রান তাড়া করতে নেমে রাহানে যে ২৭ বলে ৬১ রানের বিস্ফোরক ইংনিস খেলে দিলেন, তা এক কথায় অবিশ্বাস্য।

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বিশ্বাসযোগ্য বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় : সুদীপ

জেতার জন্য ১৫৮ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট চেন্নাইয়ের ফর্মে থাকা ওপেনার ডেভন ম্যালকম (০)। ওই পরিস্থিতিতে ক্রিজে পা রেখেই চালাতে শুরু করলেন রাহানে। আর সেই ঝড় যখন থামল, ততক্ষণে ম্যাচ সিএসকের দিকে পুরোপুরি ঢলে পড়েছে। বাকি কাজটা সারলেন ঋতুরাজ গায়কোয়াড (৩৬ বলে অপরাজিত ৪০)। শিবম দুবে (২৬ বলে ২৮) ও অম্বাতি রায়াডুরা (১৬ বলে অপরাজিত ২০)।
অন্যদিকে, আইপিএলের প্রথম দু’ম্যাচেই হারের স্বাদ পেল মুম্বই। অথচ এদিন আশা জাগিয়ে শুরু করেছিলেন রোহিত ও ঈশান কিসান।

আরও পড়ুন-উপাচার্য নিয়োগে সার্চ কমিটির সদস্য বৃদ্ধি, নিয়মে ব্যাপক রদবদল

কিন্তু ১৩ বলে ২১ রান করে রোহিত আউট হতেই ধস নামে। কয়েক ওভার পরেই আউট ঈশান (২১ বলে ৩২)। এরপর একে একে প্যাভিলয়নে ফেরেন ক্যামেরন গ্রিন (১২), সূর্যকুমার যাদব (১), আর্শাদ খানরা (২)। টিম ডেভিডকে সঙ্গে নিয়ে লড়াই করছিলেন তিলক ভার্মা। আগের ম্যাচে চাপের মুখে হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু এদিন ১৮ বলে ২২ রান করে জাদেজার শিকার হন তিলক। ডেভিডও আউট হন ২২ বলে ৩১ রান করে।

Latest article