হাসপাতালের বিছানায় শুয়ে পদ্মশ্রী পুরস্কার নিয়েছিলেন বাংলা শিশু সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ। ২০২১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় বাঙালির অতি প্রিয় ‘বাঁটুল, ‘হাঁদা ভোঁদা’র স্রষ্টাকে।
সেই পুরস্কার নারায়ণ দেবনাথের হাতে তুলে দেন বিধায়ক অরূপ রায়, অতিরিক্ত মুখ্যসচিব ও রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।
আরও পড়ুন-নিউটাউনে সমাপ্তির পথে সোলার ডােম
আজ প্রয়াত হলেন ‘বাঁটুল দি গ্রেট’,’হাঁদা-ভোঁদা’র স্রষ্টা নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৭ বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকাল ১০:১৫ মিনিট নাগাদ জীবনাবসান।
আরও পড়ুন-বাংলার মতোই বাদ তামিলনাড়ুর ট্যাবলো মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী স্ট্যালিনের
তাঁর প্রয়ানে শোকস্তব্ধ বিনোদন জগৎ। এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যা:
১০/ আইসিএ/ এনবি
তারিখ: ১৮/১/২০২২
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর।
বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন।
পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস্ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।
মমতা বন্দ্যোপাধ্যায়