গুলিবিদ্ধ শিনজো আবে, টুইটারে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়

তাঁর থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক।রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তবে শেষ রক্ষা হয়নি।

Must read

শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সকাল সাড়ে ১১টা নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে নিজের বক্তব্য রাখছিলেন শিনজো। সে সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যিনি গুলি চালিয়েছেন, তাঁর নাম টেটসুয়া ইয়ামাগামি। ওই ব্যক্তি নারা শহরেরই বাসিন্দা। তাঁর থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক।রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তবে শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুন-অশ্বিন বাদ গেলে বিরাট কেন নয়?

এই অবস্থায় ব্যথিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন ‘জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার নৃশংস হত্যাকাণ্ড আমাদের জন্য অপরিসীম বেদনা বয়ে আনে। তিনি শুধু ভারত ও জাপানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করেননি, বাংলার সঙ্গেও তার বিশেষ সংযোগ ছিল। মহান আত্মা শান্তিতে থাকুক।’

 

Latest article