পরীক্ষানিরীক্ষার পর বাড়ি নিয়ে যাওয়া হল মুখ্যমন্ত্রীকে, দ্রুত সেরে উঠবেন জানালেন অভিষেক

Must read

ক্ষত গভীর। পড়েছে ৪টি সেলাই। হাসপাতালে একাধিক পরীক্ষানিরীক্ষাও চলেছে। এখন ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। তাঁকে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাঁর সঙ্গেই বাড়ি ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিষেক জানান, মুখ্যমন্ত্রী আপাতত ভালো আছেন। মাথায় চোট গুরুতর। চারটে সেলাই পড়েছে। বাংলার মানুষের আশীর্বাদে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন-কপালে গুরুতর আঘাত, হাসপাতালে মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার সন্ধেয় বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর কপাল ফেটে রক্তারক্তি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেই অবস্থায় সাময়িকভাবে অচেতন ছিলেন মুখ্যমন্ত্রী। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁর জ্ঞান ফিরে আসে। এরপরই মাথার আঘাত কতটা গুরুতর সেটা জানতে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। গোটা চিকিৎসা প্রক্রিয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন অভিষেক। এরপর নিজের গাড়িতে করেই বাড়ি ফেরেন অসুস্থ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতের খবর শুনে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাতে হাসপাতালে পৌঁছন রাজ্যপাল।

Latest article