বিরাটকে ছাড়াই প্রস্তুতি আরসিবির

Must read

বেঙ্গালুরু, ১৪ মার্চ : আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল আরসিবি (RCB)। কিন্তু বিরাট কোহলি তাতে যোগ দেননি। তবে কয়েকদিনের মধ্যেই বিরাট আইপিএল শিবিরে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে খেলেননি বিরাট। এই সময়ে তিনি দ্বিতীয়বার বাবা হয়েছেন। বোর্ড বিরাটের গোপনীয়তা রক্ষার আবেদন জানিয়েছিল। দ্বিতীয় সন্তান হওয়ার পর বিরাট সোশ্যাল মিডিয়ায় সেই খবর দেন।

আরও পড়ুন- আরব-যাত্রায় হল না চার্টার্ড ফ্লাইট

ঘরোয়া সিরিজ না খেললেও বিরাট আইপিএল খেলবেন বলেই খবর। কিন্তু ফাফ ডুপ্লেসি, আলজারি জোসেফরা প্রথম দিন প্র্যাকটিসে নামলেও বিরাট নামেননি। ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনই গতবারের চ্যাম্পিয়ন সিএসকের মুখোমুখি হবে আরসিবি। তাই মনে করা হচ্ছে, বিরাট খুব দ্রুত মাঠে ফিরবেন।
কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করেছে আরসিবি। তাঁকে সাহায্য করছেন ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। প্রথম দিন ঘরোয়া ক্রিকেটাররাও ডুপ্লেসিদের সঙ্গে প্র্যাকটিস করেছেন। শোনা যাচ্ছে বিরাট গার্ডেন সিটিতে আরসিবি (RCB) সমর্থকদের নিয়ে ‘আরসিবি আনবক্স’ অনুষ্ঠানে প্রথমবার দেখা দিতে পারেন। এই অনুষ্ঠানে ফ্যানেরা ক্রিকেটারদের কাছে থেকে দেখে নেওয়ার সুযোগ পান।
আরসিবি শিবিরে অংশ নেওয়ার আগে অধিনায়ক ডুপ্লেসি ‘বোল্ড ডায়েরি’তে বলেছেন, ফ্লাওয়ারের মতো কোচ পাওয়া ভাগ্যের ব্যাপার। তিনি এক দারুণ মানুষ। ফ্লাওয়ার জবাবে বলেন, আরসিবির নতুন চ্যাপ্টার লেখা হচ্ছে। তাঁরা এই সুযোগ পেয়েছেন বলে গর্বিত। খুব উত্তেজিতও।

Latest article