আরব-যাত্রায় হল না চার্টার্ড ফ্লাইট

Must read

নয়াদিল্লি, ১৪ মার্চ : সপ্তাহখানেক আগেই এআইএফএফ সভাপতি বড় গলায় জানিয়েছিলেন, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জাতীয় দলের (Team India) স্বার্থে কোনও সমঝোতা করবেন না। আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের জন্য ভারতীয় ফুটবল দলকে চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের আভায় পাঠানো হবে। তিনবার ফ্লাইট বদলে লজিস্টিক্স সমস্যা মিটিয়ে আরবের আভায় পৌঁছতে গেলে ক্লান্তি গ্রাস করবে ফুটবলারদের। তাই কোচ ইগর স্টিমাচ চেয়েছিলেন সুনীল ছেত্রীরা চার্টার্ড বিমানে যান। কিন্তু নিজেদের প্রতিশ্রুতি রাখতে পারল না ফেডারেশন। শুক্রবার স্টিমাচ, সুনীলরা দিল্লি থেকে সাধারণ বিমানেই জেড্ডা উড়ে যাবেন। সেখান থেকে বিমান বদলে আভায় পৌঁছবে দল।

আরও পড়ুন- কপালে গুরুতর আঘাত, হাসপাতালে মুখ্যমন্ত্রী

কেন চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা গেল না সুনীলদের জন্য? ফেডারেশনের এক কর্তার দাবি, প্রায় ৪০ জনের দলকে চার্টার্ড বিমানে পাঠানোর খরচ অনেকটাই বেশি। এই ধরনের বিমানও পাওয়া যাচ্ছে না। তাই চার্টার্ড ফ্লাইটে কোচ, ফুটবলারদের পাঠানোর পরিকল্পনা বাতিল করতে হয়েছে। তাছাড়া একসঙ্গে সব ফুটবলারও সম্ভবত যেতে পারবেন না। বৃহস্পতিবার গোয়া ও বেঙ্গালুরু ম্যাচ খেলে সুনীল, গুরপ্রীত সিংরা সম্ভবত পরের দিকে ফ্লাইট ধরবেন।
২১ মার্চ রাতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। আরবে পৌঁছেই ম্যাচের প্রস্তুতি সারবেন সুনীলরা (Team India)। কেরল ম্যাচ খেলেই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন মনবীর সিং, সাহাল আব্দুল সামাদরা। চোটের কারণে নেই লালচুংনুঙ্গা। চূড়ান্ত ২৬ জনের দল শুক্রবার ঘোষণা করবেন স্টিমাচ। ক্রোয়েশীয় কোচ আশাবাদী, আফগানিস্তান ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার ব্যাপারে। স্টিমাচ বলেছেন, ‘‘আমরা ওখানে পৌঁছে ম্যাচ নিয়ে ভাবব। তবে ম্যাচ জেতার চেষ্টা করব। গ্রুপে সেরা দুটো দলের মধ্যে থেকে তৃতীয় রাউন্ডে ওঠাই লক্ষ্য।’’

Latest article