কথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Must read

নিজের মর্জিমত রাজ্য প্রশাসনের কোনও আমলা বা আধিকারিককে ডেকে পাঠাতে পারে না রাজভবন। এখন থেকে কোনও প্রশাসনিক কর্তাকে তলব করার আগে মুখ্যমন্ত্রীকে জানিয়ে করতে হবে। রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।.

বাংলার রাজ্যপালের পদে আসার পর থেকে গত কয়েক বছরে রাজভবনে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তা ও আমলাকে রাজভবনে যখন তখন ডেকে পাঠিয়েছেন ধনকড়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেছেন রাজ্যপাল।

আরও পড়ুন-চাপে পড়ে পুলিশের সামনে অবশেষে হাজিরা মন্ত্রী-পুত্র আশিসের

রাজভবনে ডেকে পাঠানোর সর্বশেষ সংযোজনে বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের কোভিড সংক্রান্ত তথ্য জানার জন্য মুখ্যসচিবকে হঠাৎ ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। হুঁশিয়ারির সুরে ধনকড় জানিয়েছিলেন, তাঁর ডাকে সাড়া দিয়ে রাজভবনে না এলে সব দায় বর্তাবে মুখ্যসচিবের উপর।

ঠিক এই কারণেই রাজ্যপালকে পাল্টা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যপাল এমন কাজ করতে পারেন না। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, এ ভাবে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ডেকে পাঠানো রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। তিনি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে কোনও বিষয়ে জানতে চাইতে পারেন। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে কোনও আধিকারিককে পাঠাতে পারেন রাজ্যপালের কাছে।

Latest article