চাপে পড়ে পুলিশের সামনে অবশেষে হাজিরা মন্ত্রী-পুত্র আশিসের

Must read

তুলকালাম লখিমপুর। কোনমতেই সামনে আসছিল না মন্ত্রী পুত্র। কিন্তু শেষমেশ চাপে পড়ে পুলিশের সামনে হাজিরা দিলেন লখিমপুর খেরির কৃষক-হত্যায় অভিযুক্ত আশিস মিশ্র। শনিবার, উত্তর প্রদেশ অপরাধদমন শাখার দফতরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ( ছেলে আশিস।

আরও পড়ুন-চর্তুর্থীতে রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

তিনি নেপালে পালিয়েছেন বলে অনুমান করা হয়। তাঁর বিরুদ্ধে সমন জারি হয়। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। সুপ্রিম কোর্টের শুনানিতেও অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না- তা নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে শনিবার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সামনে হাজির হন আশিস। সংবাদ সংস্থা সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ একটি নীল রঙের গাড়িতে সেখানে পৌঁছন তিনি। পিছনের দরজা দিয়ে প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শীদের মত। লখিমপুর খেরিকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

Latest article