২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’: মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

পুরুলিয়ার কর্মিসভা থেকে বের বিজেপিকে তোপ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একই সঙ্গে ২০২৪-এর সুর বেঁধে দিলেন তিনি। মঙ্গলবার, পুরুলিয়ায় কর্মিসভা থেকে তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নেত্রী বার্তা দেন ২০২৪-এ বাংলায় বিজেপির (BJP) ‘নো এন্ট্রি’।

লোকসভা ও পরে বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় ভালো ফল হয়নি তৃণমূল কংগ্রেসের। সেই কথা মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের নিশ্চয়ই কিছু ভুল ছিল যার জন্য আপনারা লোকসভা ও বিধানসভা বিজেপিকে ভোট দিয়েছেন“। এরপরেই জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে মমতা বলেন, বিজেপির সাংসদ-বিধায়করা জেতার পরে উধাও। “তোমার দেখা নাই রে… তোমার দেখা নাই“। তবে, কন্যাশ্রী থেকে সবুজশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন ভাতা দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার-মনে করিয়ে দেন মমতা।

মুখ্যমন্ত্রী নিজে কুড়মালি ভাষায় কবিতা লিখেছেন। সভায় স্থানীয় ভাষায় কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, তৃণমূল সরকারের আমলেই অলচিকিতে লেখাপড়ার ব্যবস্থা হয়েছে বাংলায়।

আরও পড়ুন: পুরুলিয়ার কর্মীসভা থেকে কী বললেন মুখ্যমন্ত্রী

এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না মোদি সরকার। “আমাদের এখান থেকে সব ট্যাক্স নিয়ে যায় দিল্লির বিজেপি সরকার, আমাদের দেয় মাত্র ৪০ শতাংশ।“ এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোটও না দেওয়ার বার্তা দেন। তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। বলেন, “২০২৪-এ বাংলায় বিজেপির (BJP) ‘নো এন্ট্রি’।“ একই সঙ্গে তিনি বলেন, বিজেপি-সিপিএম-কংগ্রেস আর একটি ভোটও নয়। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব হন মমতা। প্রশ্ন তোলেন, গরু পাচারের কজন BSF কর্মী গ্রেফতার হয়েছে? অতীতের ভুল শুধরে নিয়ে দলীয় কর্মীদের উন্নয়নের পথে হাঁটার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

Latest article