বাংলার রাজনীতির আমূল পরিবর্তন হয়েছিল তাঁর সিঙ্গুর (Singur) জমি আন্দোলনের জেরে। তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লড়াইয়ে অনিচ্ছুক কৃষকরা ফিরে পেয়েছেন তাদের জমি। তাই বারবার সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারিপাড়ার শীতলা মন্দিরে পুজো দিয়ে সেখানে বার বার যাওয়ার আসল কারণ জানালেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বললেন, জমি আন্দোলনের সময় সিঙ্গুরের জমিহারা কৃষকদের জন্য সন্তোষী মায়ের কাছে মানত করেছিলেন তিনি। কৃষকরা জমি ফেরত পাওয়ায় সেখানে একটি ছোট মন্দির করেছেন। সেখানেই বারবার যান মুখ্যমন্ত্রী। সন্তোষী মায়ের ব্রত উদযাপনেই শুক্রবার সিঙ্গুর যাবেন মমতা।
আরও পড়ুন-সন্তুর উস্তাদ ও সুফি বাদক পন্ডিত ভজন সোপোরি প্রয়াত
সিঙ্গুর আন্দোলনের অজানা কথা এদিন শোনান তৃণমূল সুপ্রিমো। জানান, সিঙ্গুরে জমি ফেরানোর আন্দোলনে সন্তোষীমায়ের নামে ২৬ দিনের অনশন শুরু করেন তিনি। সেই সময় সন্তোষী মায়ের ব্রত রাখেন। “মা সন্তোষী মায়ের কাছে আমার বলা ছিল, কৃষকেরা যদি জমি ফিরে পায় তাহলে আমি এখানে তোমার একটা মন্দির গড়ে দেব এবং সন্তোষী মায়ের ব্রত চালিয়ে যাব। তাই প্রতিবছর কখনও কখনও আমাকে করতে হয়। এবছর যেমন ১৬ সপ্তাহ হয়ে গিয়েছে। কাল আমি উদযাপন করতে সিঙ্গুর যাচ্ছি আমার সেই ছোট্ট সন্তোষী মাতার মন্দিরে।”
আরও পড়ুন-আলফাজের সাহায্যে পুলিশ, মাদ্রাসায় রাজ্যে প্রথম
এদিন, কাঁসারিপাড়ার শীতলা মন্দিরে পুজোর অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁরা পরমর্শ, ‘‘প্রাণ খুলে হাসুন। লাফিং ক্লাবে যাওয়ার দরকার নেই। প্রতিবেশি, বন্ধুবান্ধব, সহকর্মীদের সঙ্গে মজার গল্প করুন, আড্ডা দিন, হাসুন। তাতেই মন, শরীর ভাল থাকবে।’’