বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে ১৩টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের জলসমস্যা মেটাতে উপায় সামনে আনলেন মমতা। একই সঙ্গে নিরাপত্তার জন্যে আদিবাসী মহিলাদের নিয়ে ‘উইনার্স টিম’ তৈরী করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন-কেন্দ্রের বকেয়া থেকে পেট্রোপণ্যের অগ্নিমূল্য নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দোপাধ্যায়
ঝাড়গ্রামের জলের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। কিছুটা সমাধান হলেও, আরও কয়েকটি জায়গায় সমস্যা রয়ে গিয়েছে। এই সমস্যার সমাধানে চেকড্যাম ও পুকুর কাটার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি টিউবওয়েল তৈরির কথাও বলেন মমতা।
আরও পড়ুন-‘আমি নই, আমরা’ এই মূলমন্ত্রে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস, মেদিনীপুরের মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন মমতা
একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সীমানা পেরিয়ে অনেকেই ঝাড়গ্রামে ঢুকে পড়ছেন। এলাকায় আইনশৃঙ্খলা কঠোর করতে এবং সীমানায় নজরদারি চালাতে স্থানীয় আদিবাসী মহিলাদের নিয়ে ‘উইনার্স টিম’ গড়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ‘উইনার্স টিম’ রয়েছে। এবার সেই ধাঁচে জেলায় জেলায় এই ধরনের বাহিনী তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের স্থানীয় আদিবাসী তরুণীদের নিয়ে ‘উইনার্স টিম’ তৈরির নির্দেশ দেন মমতা। পুলিশ সুপারকে বলেন, মহিলাদের ট্রেনিং দিয়ে টিমা গড়তে।