বঙ্গ

‘আমরা একা লড়ব’ জোট নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আজ, বুধবার বর্ধমানের গোদার মাঠে জেলার প্রশাসনিক বৈঠকে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জোটের ‘অঙ্ক’ ও তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে
দিলেন। তিনি জানিয়ে দিলেন, বাংলায় একাই লড়বেন। ইন্ডিয়া জোটের শরিক সিপিএম-এর ভূমিকা নিয়ে কয়েকদিন আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আজ নিশানা করলেন কংগ্রেসকে। তাঁর সব প্রস্তাব প্রত্যাখ্যান করছে কংগ্রেস। তাই বাংলায় অন্তত জোটের পথে হাঁটছেন না তিনি।

আরও পড়ুন-ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে, ভোগান্তিতে যাত্রীরা

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘যে দিন থেকে আমাদের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা একা লড়ব। আমাদের সঙ্গে বাংলার ব্যাপারে কোনও সম্পর্ক নেই। সর্বভারতীয় ক্ষেত্রে কী করব, না করব সে ব্যাপারে ভোটের পর সিদ্ধান্ত নেব। আমরা নিরপেক্ষ দল। আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। জোটটা কারও একার নয়। ৩০০ আসনে ওরা একাই লড়ুক। বাকি আসনে আঞ্চলিক দলগুলি লড়বে। সেখানে হস্তক্ষেপ করলে বুঝে নেব।’

বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি। তিনি বলেন, ‘এই যে আমাদের রাজ্যে আসছে, আমাকে তো এক বারও বলেনি! আমরা আঞ্চলিক দলগুলো ভোটের পরে কী সিদ্ধান্ত নেব, তা ভোটের পরেই ঠিক করব। আমি তো ওদের (কংগ্রেসকে) বলেছিলাম ৩০০ আসনে লড়তে। বাকিটা আমরা সকলে মিলে লড়তাম।’

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচারে নয়া বিধি, আউটডোর খুলবে ৯টায়, পরিচ্ছন্নতায় জোর

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইন্ডিয়া জোটে আছি। কখনও একবারও জানিয়েছে, দিদি আমি আপনার রাজ্যে যাচ্ছি? না, জানায়নি। তাই বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। এটা এখন কোনও চর্চা নেই, মিথ্যে কথা। অ্যাবসোলিউটলি রং’।

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

9 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

14 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

23 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

59 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

2 hours ago