জল জীবন মিশনে সম্মানিত পশ্চিমবঙ্গ, কেন্দ্রকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রীয় প্রকল্পে ভাল কাজের জন্য এবার বাংলাকে সম্মানিত করা হচ্ছে।

Must read

কেন্দ্রীয় প্রকল্পে ভাল কাজের জন্য এবার বাংলাকে সম্মানিত করা হচ্ছে। জল জীবন প্রকল্পের কাজে বিশেষ অবদানের জন্য সম্মানিত করতে পশ্চিমবঙ্গ সরকারকে যোগ্য মনে করা হয়েছে । সেই উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সেই কথা জানিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রককে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন রাজ্যের এই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য।

আরও পড়ুন-আন্দোলন প্রত্যাহারের আবেদন শিক্ষামন্ত্রীর, বললেন দ্রুত শূন্যপদে নিয়োগ চায় রাজ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইটারে জানিয়েছেন, ‘আমি আজ ঘোষণা করতে পেরে খুশি যে পশ্চিমবঙ্গ জল জীবন মিশনের অধীনে ‘পরিমাণ’ পারমিটে অনুকরণীয় পারফরম্যান্সের জন্য বিশেষ সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। এই পুরস্কার প্রমাণ করে জনগণের সেবায় নিয়োজিত আধিকারিকরা কতটা একনিষ্ঠ এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনস্বার্থমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আমরা ভীষণ নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা চালিয়ে যাব। বাংলাই পথ দেখাবে!’

 

আরও পড়ুন-৭দিন পর অবশেষে উঠল SBSTC-র অস্থায়ী বাসকর্মীদের ধর্মঘট

জল জীবন মিশন দেশের প্রতিটি কোণায় মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে। ২০১৯ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশের প্রায় ৫০ শতাংশ পরিবার জল সংযোগ থেকে বিচ্ছিন্ন। দেশের সব পরিবারের কাছে জল সংযোগ পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন প্রকল্প শুরু হয়েছিল কিছুদিন পর। কেন্দ্রের তরফে রাজ্যকে জল জীবন প্রকল্পের জন্য মোট ১০০০ কোটি টাকা পাঠানো হয়েছিল।

Latest article