আন্দোলন প্রত্যাহারের আবেদন শিক্ষামন্ত্রীর, বললেন দ্রুত শূন্যপদে নিয়োগ চায় রাজ্য

Must read

আন্দোলনরত চাকরি প্রার্থীদের কাছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu) আবেদন- আন্দোলন প্রত্যাহার করে নিন। শিক্ষক নিয়োগে রাজ্যের প্রস্তুতির রিপোর্ট আদালতে পেশের আগে মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, দ্রুত শূন্যপদে নিয়োগ চায় রাজ্য। মোট ১৪৯১৬ পদ সৃষ্টি। SSC-তে নতুন করে পদ তৈরি ১৬০০।

ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক। এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন করে পদ তৈরি করে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। বঞ্চিত প্রার্থীদের নিয়োগে প্রস্তুত রাজ্য। তবে, আদালত রায় দেওয়ার পরেই নিয়োগ হবে বলে জানান তিনি। ব্রাত্য বলেন, ‘‘হাই কোর্ট রায় দিলে সবাইকে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য।’’

আরও পড়ুন: হারানো চাকরি ফেরানোর দাবিতে শিক্ষকদের বিধানসভা অভিযান, পাশবিক বিজেপি পুলিশ

একই সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলন প্রত্যাহার করুন। উৎসবের মরসুমে আপনারা বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে সময় কাটান।

Latest article