কৃষ্ণনগরের এবার ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী

আগামী লোকসভা ভোটের (Loksabha election) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রার্থী তালিকাও ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস

Must read

আগামী লোকসভা ভোটের (Loksabha election) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রার্থী তালিকাও ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এবার ভোট ময়দানে নামছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরাট জনসভা হতে চলেছে কৃষ্ণনগরে। আগামী ৩১ মার্চ নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এলাকায় ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকায় সাঁতারে সফল হলেন কলকাতার রিমো

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে সভা করেছিলেন। এবার সেই কৃষ্ণনগরের মাটিতে সভা করবেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরে এবার লড়াই জোরদার হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়। অন্যদিকে মহুয়া মৈত্র। সব মিলিয়ে এবার এই আসনে বেশ কঠিন লড়াই। মহুয়া মৈত্রকে জয়ের পথ দেখাতে এই আসনটির প্রতি বাড়তি নজর থাকছে তৃণমূল কংগ্রেসের।

Latest article