দক্ষিণ আফ্রিকায় সাঁতারে সফল হলেন কলকাতার রিমো

জলের তাপমাত্রা ছিল ১২-১৪ ডিগ্রি সেন্টিগ্রেড। জলে জেলিফিস, নীল তিমি, সানফিস বিরাজমান। আহত হওয়ার সম্ভাবনা ছিল মারাত্মক।

Must read

দক্ষিণ আফ্রিকায় (South Africa) উত্তাল সমুদ্রে সাঁতার কেটে সাফল্য পেলেন কলকাতার (Kolkata) রিমো সাহা। চারপাশে রয়েছে হিংস্র জলজ প্রাণী। জল ঠিক ততটাই ঠান্ডা। তার মধ্য়েই তিনি সাঁতার কেটে সফল হয়েছেন। প্রথম ভারতীয় প্য়ারা সাঁতারু হিসাবে ইতিহাস গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকায় রবেন দ্বীপপুঞ্জ পেরিয়ে যান তিনি। এই দ্বীপপুঞ্জের সঙ্গে নেলসন ম্যান্ডেলার নাম জড়িয়ে রয়েছে। তিনিই প্রথম ভারতীয় ও বাংলার প্যারা সুইমার যিনি রবেন আইল্য়ান্ডের কাছে সাঁতার কাটলেন।

আরও পড়ুন-বাল্টিমোরে জাহাজের ধাক্কায় নদীতে ভেঙে পড়ল ব্রিজ

জলের তাপমাত্রা ছিল ১২-১৪ ডিগ্রি সেন্টিগ্রেড। জলে জেলিফিস, নীল তিমি, সানফিস বিরাজমান। আহত হওয়ার সম্ভাবনা ছিল মারাত্মক। জল এতটাই ঠান্ডা যে হাইপোথারমিয়া হওয়ার সম্ভাবনা ছিল প্রখর। রিমো নিজের পরিবার, কোচ ও পর্যবেক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান। এদিন তিনি শ্রাচি গ্রুপের এমডি রাহুল টোডির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Latest article