বাল্টিমোরে জাহাজের ধাক্কায় নদীতে ভেঙে পড়ল ব্রিজ

এই আবহে দুর্ঘটনার সময় ঠিক কতগুলি গাড়ি সেই সেতুর ওপরে ছিল এখনই বলা যাচ্ছে না তাই মৃতের সংখ্যাও সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না।

Must read

আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে (Baltimore) প্যাটাপস্কো নদীর ওপরে থাকা ‘ফ্র্যান্সিস স্কট কি’ সেতুতে জাহাজের ধাক্কা লেগে সেটি নদীতে ভেঙে পড়ল। রাত ১টা ২৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে বেশ কয়েকটি গাড়ি ছিল। সেই গাড়িগুলি নদীতে পড়ে যায় বলে। ভেঙে পড়া সেতুটি ১.৬ মাইল দীর্ঘ ও ৮ লেনের। এই আবহে দুর্ঘটনার সময় ঠিক কতগুলি গাড়ি সেই সেতুর ওপরে ছিল এখনই বলা যাচ্ছে না তাই মৃতের সংখ্যাও সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। বাল্টিমোর শহরের দমকল বিভাগ এই মর্মে জানিয়েছে অন্তত ৭ জন এই নদীতে পড়ে গিয়েছেন। ১৯৭৭ সালে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছিল।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী-অভিষেকের অনুরোধে ২৬ দিন পর ধর্না তুলছে শিখরা

জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হচ্ছিল। সেই সময় হঠাৎ সেতুতে ধাক্কা মারে। ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, জাহাজটি ‘ফ্র্যান্সিস স্কট কি’ সেতুতে ধাক্কা মেরেছে। সংঘর্ষের সময় আগুন দেখা গিয়েছে। তারপরই সেতুটি ভেঙে পড়ে নদীর জলে। বাল্টিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বাল্টিমোর বেল্টওয়েতে যেতে এই সেতু ধরে যেতে হয় গাড়িগুলিকে।

আরও পড়ুন-ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল কে কবিতার

স্বাভাবিকভাবেই বাল্টিমোর শহরে যানচলাচল ব্যাহত হয়েছে। প্যাটাপস্কো নদীর সমস্ত জাহাজ এবং স্টিমারকেও অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দমকল বিভাগ ছাড়াও উদ্ধারকাজে নেমেছে মার্কিন কোস্ট গার্ড। বাল্টিমোর দমকল বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক এই বিষয়ে জানান, ‘ডুবুরি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নদীতে পড়ে যাওয়া গাড়িগুলিতে থাকা মানুষজনকে উদ্ধারের চেষ্টা চলছে।’

Latest article